ছোট্ট বয়সে দুর্দান্ত ছন্দে উদ্যম নাচ নাচলেন দুই বছরের কন্যা, ভিডিও ভাইরাল

0

এখন চুন থেকে পান খসলেই যে কোন ধরণের ঘটনা সোশ্যাল মিডিয়ার পর্দায় এসে উপস্থিত হয়।সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি জনপ্রিয় হওয়ার ঘটনা নতুন নয়।

আপনারও কোন প্রতিভা থাকলে আপনিও রাতারাতি জনপ্রিয় হয়ে যাবেন। আমরা  সকলেই কম বেশি জানি যে এই সোশ্যাল মিডিয়ার,

মাধ্যমে রানু মন্ডল থেকে শুরু করে চাঁদ মনি হেমব্রম তথা বিপাশা দাস এর মতোন প্রতিভাবাদের আমাদের মাঝেই খুঁজে পেয়েছি।

আর এখন তো আমরা কাঁচা বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরকেউ পেয়ে গেছি আমাদের মাঝে। ছোট থেকে বড় এখন সকলেই চলে আসে সোশ্যাল মিডিয়ায় তাদের প্রতিভা দেখাতে। আর এমনই একটি ছোট্ট খুদে বাচ্চার প্রতিভা এলো সবার সামনে। যার প্রতিভা দেখে  সকলেই মোটামুটি অবাক। সম্প্রতি একটি এক বা দু বছরের বাচ্চা মেয়ের নাচের ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। সেই ছোট্ট খুদে বাচ্চাটির নাচ দেখে সকলেই থ হয়ে গেছে। বললে বিশ্বাস করবেন না ওটুকুনি একটা বাচ্চা, ভারতনাট্যম নাচ করছে। একটি ছোট্ট কন্যার এরকম একটি নাচের ভিডিও দেখে বহু মানুষের নজর কেড়ে নিয়েছে।

দর্শকরা এই ছোট্ট কন্যার অসাধারণ ভারতনাট্যম নাচ দেখে মুগ্ধতায় পড়ে গেছেন। ভাবলেই কিরকম অবাক লাগে না কত বড় বড় ডান্সার ভারতনাট্যম নাচ করতে গিয়ে, হোঁচট খায় কিন্তু এইটুকুনি একটি বাচ্চা ঠিক কি সুন্দর হাত-পা নেড়ে নেড়ে নাচ করছে। যা পুরো অনবদ্য। বাড়ির মধ্যেই এরকম অসাধারন দূর্দান্ত ভারতনাট্যম নাচ করেছে এই খুদে কন্যা। পিছনে ভিডিওটিতে একটি মহিলার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। ওই বাচ্চাটিকে ভারতনাট্যম নাচের সঙ্গে গান করে তাল দিচ্ছেন তিনি। আর দেখা যাচ্ছে সেই মহিলাটি মুখে গান করছে আর সেই শুনে শুনে ওই বাচ্চা মেয়েটিও দুর্দান্তভাবে নাচ করে যাচ্ছে। ভারতনাট্যম নাচ কতটা যে শক্ত তা আমরা বড়োরাই জানি। কিন্তু এই ছোট্ট  কন্যাটিকে দেখুন ঠিক কি সুন্দর নাচের সব তার ভালো মনে রেখে ঠিক নাচ করে যাচ্ছে। বাচ্চাটির পায়ে আবার একটি ঘুমুর পড়ানো হয়েছে আর যখনই সে নিচে একটা করে পা ফেলছে কী সুন্দরী না আওয়াজ হচ্ছে তার নাচের সাথে।

আবার কত রকমের অঙ্গিভঙ্গিমাও করছে বাচ্চা মেয়েটি। এমনকি আবার মাঝে মাঝে নিজেও মুখে পাকা বুড়িদের মতো করে গান করার চেষ্টা করছে। একটি হলুদ রঙের ফ্রক পড়ে পায়ে ঘুমুর লাগিয়ে দুর্দান্তভাবে নাচ করে যাচ্ছে এই ছোট্ট কন্যা। এই ছোট্ট কন্যার এমন অসাধারন নাচ দেখে নেটিজেনরাতো পুরাই অবাক। তার প্রতিটির স্টেপ গানের সাথে এতটাই সামঞ্জস্যপূর্ণ যে তার পারফর্মম্যান্স যে অনবদ্য হয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায়, পোস্ট হতেই ভাইরাল হয়েছে মুহূর্তে। ১৪ লক্ষ্য মানুষ ইতিমধ্যেই এই ভিডিওটি দেখে ফেলেছে আর পছন্দও করেছেন MANOJ .C.M.KUMAR নামের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি ভাইরাল হয়েছে। ভিডিওটি সামনে আসতেই প্রচুর মানুষ বাচ্চা মেয়েটির নাচের প্রশংসা করেছেন। আর বলেছে এই ছোট্ট কন্যা একজন বিশাল বড় ডান্সার হবে বড় হয়ে।