জনপ্রিয় মঞ্চে মায়ের গলায় সুরেলা কন্ঠে গান শুনেই অঝোরে কান্নায় ভেঙে পড়লেন মেয়ে কাব্যা লিমায়, তুমুল ভাইরাল ভিডিও

0

এই মুহূর্তে হিন্দি টেলিভিশনের রিয়ালিটি শোগুলোর মধ্যে সনি টিভির গানের রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডল বিশেষ ভাবে জনপ্রিয়।

এখানে প্রত্যেকটি প্রতিযোগী নিজেদের গানে মুক্ত করছে বিচারক তথা গোটা দেশের দর্শককে। আর এখানেই রয়েছে প্রতিযোগিতার মধ্যে,

বেশ কিছু বাংলার প্রতিযোগিরা। যারা নিজেদের সুমধুর কন্ঠে মুগ্ধ করেছে সকল দেশে দর্শকে। প্রসঙ্গত সম্প্রতি এই রিয়ালিটি শো তে,

দেখানো হয়েছে একটি পর্ব। যেখানে বিশেষ অতিথি হিসেবে এসেছে অভিনেতা বরুণ ধাওয়ান এবং কৃতি সানন। আর এই এপিসোডে নিজের সুমধুর কন্ঠে মুগ্ধ করেছে কাব্যা লিমায়ে সকলকে। প্রসঙ্গত ইন্ডিয়ান আইডলের এই সিজনে বিচারকের আসনে দেখতে পাওয়া যাচ্ছে সংগীত জগতের সব মহারথীদের যেমন বিশাল দাদলানি, নেহা কাক্কার এবং হিমেশ রেশমিয়াকে। প্রসঙ্গত হিন্দির জনপ্রিয় ছবি ‘রাজি’র জনপ্রিয় গান ‘উংলি পাকারকে তুনে’ গাইতে শোনা গেছে। এই গান মন যে উঠে গাওয়ার পরেই সকলে ই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।

তবে সবচেয়ে বেশি আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলতে দেখা গেল কাব্যাকে। তারপরেই তার গান শেষ হওয়ার সাথে সাথে তার মাকেও গানে গানে তাকে উত্তর দিতে শোনা গেল। আর এই অপরূপ দৃশ্য দেখে বিশাল দাদলানি হিমেশ রেশমিয়া প্রত্যেকেই মা মেয়ের সুন্দর সম্পর্কের সুখ্যাতি করেছে। সেসঙ্গে নিজেদের মাকেও মনে করেছে। তবে এই দিন যে কাব্যার গাওয়া গান শুধু বিচারক বা মঞ্চে উপস্থিত দর্শকদেরই মন ভুলিয়েছে তা নয় এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতেও।