দেশের ২য় তম মহিলা ফাইটার পাইলট হলেন সানিয়া মির্জা! তিনিই প্রথম মুসলিম মহিলা হিসাবে ফাইটার পাইলট! তার জীবনকাহিনী জানলে গর্বিত হবেন আপনিও

0
13

উত্তরপ্রদেশের মির্জাপুরের একজন টিভি মেকানিকের মেয়ে সানিয়া মির্জা। নামটি শুনে যতই পরিচিত মনে হোক না কেন এ কিন্তু সেই পরিচিত,

টেনিস তারকা সানিয়া নন। ভারতীয় বিমান বাহিনীতে ফাইটার পাইলট হওয়ার জন্য নির্বাচিত হওয়া ভারতের প্রথম মুসলিম কন্যা সানিয়া।

শুধু তাই নয় উত্তর প্রদেশের প্রথম আইএএফ পাইলট হবেন তিনি। মির্জাপুর দেহাত কোতোয়ালী থানার অন্তর্গত যশোভার গ্রামের বাসিন্দা সানিয়া।

এন বি এ পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে এই যোগ্যতা অর্জন করেছেন তিনি। অত্যন্ত সাধারণ পরিবারের কন্যা তিনি। সেই সঙ্গে তাঁর শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রে তেমন নামকরা কোনও স্কুল-কলেজের শিলমোহর নেই। উত্তর প্রদেশে হিন্দি মাধ্যম স্কুলে পড়া সানিয়া সঙ্গে বলেন, ‘হিন্দি মাধ্যমে পড়া ছাত্ররাও যদি দৃঢ়সংকল্প হয় তাহলে তারা সাফল্য অর্জন করতে পারে।’ ২৭ ডিসেম্বর পুনের এনডিএ খাড়কওয়াসলায় যোগ দেবেন তিনি।

সানিয়ার বাবা শহীদ আলি জানান, ‘আমার দেশের প্রথম ফাইটার পাইলট অবনী চতুর্বেদীকে তার রোল মডেল মনে করে। শুরু থেকেই মেয়ে তাঁর মতোই হতে চেয়েছিল।’ প্রসঙ্গত, সানিয়াই হলেন দেশের দ্বিতীয় মহিলা যিনি ফাইটার পাইলট হিসেবে নির্বাচিত হয়েছেন। তবে এই সাফল্য এত সহজে আসে নি। সানিয়া জানান, ‘এনডিএ ২০২২-এর পরীক্ষায় ফাইটার পাইলটের ক্ষেত্রে মহিলাদের জন্য মাত্র দুটি আসন সংরক্ষিত ছিল। আমি প্রথম চেষ্টায় সফল হতে পারিনি। তবে দ্বিতীয় প্রচেষ্টায় একটি জায়গা দখল করতে পেয়েছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here