বিজ্ঞান যতবারই সাফল্যের শিখর ছুঁয়েছে ততবারই প্রযুক্তি এগিয়েছে, এগিয়েছে বহু মাধ্যম। আগে কোনো খবর,




খেলাধুলা, গান বাজনা সবটাই জনপ্রিয় হতো রেডিওর মাধ্যমে শুনে, তারপর বিজ্ঞানের সাফল্যের সাথে সাথে রেডিওর বদলে এলো টেলিভিশন এক কথায় যাকে আমরা টিভি বলি।




টিভিতে খবর, খেলাধুলা, গান দেখাও যেত ও শোনাও যেত। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে এখন আমরা হাতেহাতে স্মার্ট ফোন পেয়েছি,




সেখান থেকে আমরা নিমিষেই বিভিন্ন খবর দেখতে পারি, জানতে পারি, বিভিন্ন খেলাধুলা নিমিষেই আমরা হাতের মুঠোয় দেখতে পারি।




বর্তমানে আধুনিক যুগে খুব সহজ ভাবে সব কিছু জানার বা দেখার বা শোনার জন্য একটাই আধুনিক মাধ্যমের কথা আমাদের মাথায় আসে সেটি হলো সোশ্যাল মিডিয়া।




এটির মাধ্যমে এখনকার আধুনিক যুগের মানুষজনেরা খুব সহজেই নিজের বার্তা মানুষজনের কাছে পৌঁছে দিতে পারে,




আবার অন্যের বার্তা খুব সহজেই নিজের হাতের মুঠোয় দেখতে পারেন এবং শুনতে পারেন। এখন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে,




মানুষের বিভিন্ন বিষয়ে অনুভবগুলি আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারি এবং জ্ঞান লাভ করতে পারি।




বিভিন্ন মানুষ তার ব্যবসা বাড়াতে এই মাধ্যমটির সাহায্যে খুব সহজেই ডিজিটাল ব্যবসা করা চালু করেছেন।




এই সোশ্যাল মিডিয়ার সাহায্যে বিভিন্ন শিক্ষামূলক জ্ঞান, জরুরি তথ্য খুব সহজেই আমরা হাতের মুঠোয় স্মার্ট ফোনের মাধ্যমে দেখতে পারি এবং শিখতে পারি।




এই সোশ্যাল মিডিয়ার সাহায্যে বিভিন্ন মানুষ তার প্রতিভা ভিত্তিক ভিডিওর সাথে তাদের প্রতিভাকে আমাদের মাঝে তুলে ধরেছেন।




এই মাধ্যমে মানুষ নিজের প্রতিভার সাহায্যে রাতারাতি স্টা-‘র হতে পারেন এবং মানুষজনের মধ্যে জনপ্রিয়তা পেতে পারেন।




সম্পূর্ণ বলতে গেলে সোশ্যাল মিডিয়া বিনোদন, খেলাধুলা, নিজের প্রতিভা তুলে ধরার সব মাধ্যমের সম্পূর্ণ একটি প্যা’কেজ বলা যেতে পারে।




বহু মানুষের বিভিন্ন মুহূর্তের ভিডিও ভাইরাল হয় এই সোশ্যাল মিডিয়ায়। ই’দানীং সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীর একটি ভিডিও ভাইরাল হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায়।




সুশান্তের রহ-‘স্য-‘ময় মৃ-‘ত্যু-‘তে এখনও প্রশ্নের শেষ নেই তার অনুরাগীদের মনে। সুশান্তের মৃ-‘ত্যু-‘র জন্য দা-‘য়ী বলিউডের বিভিন্ন মাফিয়াদের নামের সাথে সাথে আরেকটি নামও উঠে এসেছে সেটি হল রিয়া চক্রবর্তী।




রিয়া চক্রবর্তী সুশান্তের উপর অনেক অ-‘ত্যা-‘চার করতেন এবং এই কাহিনী সামনে আসার পর থেকেই ভাইরাল হয় রিয়ার এই ভিডিও।




ভিডিওটিতে দেখা যাচ্ছে রিয়া মদ্য পান করে অনেক খারাপ ভাষা প্রয়োগ করে কথা বলছেন। তিনি খা-‘রাপ ভাষা প্রয়োগ করে বলেছেন,
তিনিও অনেক বাজে ভিডিও বানাতেন ই-‘নস্টাগ্রামে কিন্তু তা দিয়ে তার কোনো লাভ হয়নি এবং বলেছেন তার এই সব ভিডিওগুলো দেখে তাকে বিভিন্ন বাজে ছেলেরা ম্যাসেজ করতো।


ভিডিওটিতে তিনি আরও বলেছেন তিনি নাকি এক সময় গুন্ডা ছিলেন। এই ভিডিওটি নিমিষে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
এই ভিডিওটি দেখে সোশ্যাল মিডিয়ার দর্শ’করা ক্ষু’ব্ধ হয়েছেন এবং সোশ্যাল মিডিয়ার দর্শকরা বলেছেন এটি হল রিয়ার আসল জ-‘ঘ-‘ন্য রূ-‘প।


আপনিও এই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওটি Nikhil Choudhary টুই-‘টার আইডিতে ৩১ শে জুলাই ২০২০ তে আপ-‘লোড করা হয়েছে।
Undated Rhea Chakraborty #New viral video. #SushantDeathMystery #RheaChakroborty pic.twitter.com/NDbSHIKN7l
— Nikhil Choudhary (@NikhilCh_) July 31, 2020
এই ভিডিওটিকে বহু মানুষজন দেখেছেন এবং বহু মানুষজন ক-‘মেন্ট করে তাদের মতামত জানিয়েছেন।