



প্রতিভাকে গোটা দেশের সামনে নিয়ে আসার ক্ষেত্রে রিয়্যালিটি শোগুলির জুরি মেলা ভার। বহু বছর ধরে সেই কাজটাই করে চলেছে ইন্ডিয়ান আইডল।




বর্তমানে চলছে এর ১৩ তম সিজন। কিছুদিন আগেই শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল। এবছর বিচারকের আসনে রয়েছেন হিমেশ রেশমিয়া,




নেহা কক্কর ও বিশাল দাদলানি। এই সিজনে মোট ১৫ জন প্রতিযোগী একে অপরকে টেক্কা দেবে গানের মহাযুদ্ধে। তাঁরা হল অযোধ্যার ঋষি সিং,
জম্মু কাশ্মীরের চিরাগ কোতোয়াল, রাঁচির শগুন পাঠক, লক্ষ্ণৌয়ের বিনীত সিং, অমৃতসরের থেকে নবদ্বীপ ওয়াদালি এবং রুপম ভারনাহিয়া, বরোদার শিভম সিং, গুজরাতের কাব্য লিমাহে, কলকাতার বিদীপ্তা চক্রবর্তী, অনুষ্কা পাত্র, সেঁজুতি দাস, সঞ্চারী সেনগুপ্ত, সোনাক্ষী কর, দেবস্মিতা রায় এবং প্রীতম রায়। সম্প্রতি টেলিকাস্ট হয়েছিল দীপাবলী স্পেশাল পর্ব। এই পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডান্সিং লেজেন্ড গোবিন্দা। বিনীত সিং এদিন গান ধরে ‘নাচকে দিখাও গোরি’ গানটি। তার গান উপভোগ করতে দেখা গিয়েছে প্রত্যেক বিচারককে। গোবিন্দাও হাসিমুখ করে তাকিয়ে ছিলেন বিনীতের দিকে। এই ভিডিওটি পোস্ট করা হয়েছে ক্রেজিটক টিক নামক ইউটিউব চ্যানেল থেকে।
মাত্র তিনদিন আগে পোস্ট করা ভিডিওটি ইতিমধ্যেই প্রায় এগারো হাজার মানুষ দেখে ফেলেছেন। লাইক করেছেন একশোর বেশী মানুষ। নেটিজেনরা দাবি করছেন এই সিজনে একবার শ্রেয়া ঘোষালকে বিচারক কিংবা অতিথি বিচারক করে আনা হোক। এবং তার সাথে একবার অন্তত বিনীতকে গান করে দেওয়ার সুযোগ করে দেওয়া হোক। আমরা জানি শ্রেয়া ঘোষাল সুরসম্রাজ্ঞী। এই সিজনে বিনীত ও সুরের বাদশা হয়ে উঠছেন দিনপ্রতি। অযোধ্যার ঋষিকে সমানে সমানে টক্কর দিচ্ছেন বিনীত। এদিকে বঙ্গতনয়া বিদীপ্তাও কোনো অংশে কম নয়। সেও রীতিমতো দাপিয়ে রাখছে বিনীত ও ঋষিকে। এখন এটাই দেখার সুরের প্রতিযোগীতায় কার মাথায় ওঠে বিজয়ীর শিরোপা।